বালাচাও প্রস্তুতকারক হিসেবে বালাচাওমেকার-এর বেশ খ্যাতি রয়েছে শুনেছি। তবে কখনও ট্রাই করা হয় নি।
সেদিন বালাচাও অর্ডার করলাম। বালাচাওমেকার-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। অনেকগুলো ক্যাটাগরির মাঝে স্পাইসি শ্রিম্প ক্যাটাগরি বেছে নিয়েছিলাম। ৩০০ গ্রামের দাম পড়েছে ৪৫০ টাকা। ডেলিভারি চার্জ সহ ৫১০ টাকায় হাতে পেয়েছি ওদের প্রোডাক্ট।

বৃষ্টিস্নাত দুপুরে খিচুড়ি দিয়েই হয়েছিল প্রথম বালাচাও খাওয়ার অভিজ্ঞতা। অসাধারণ সেই অভিজ্ঞতা। ক্রিসপি চিংড়িগুলো যেন মুখে অভিনব টেস্ট এনে দিয়েছিল। চিংড়ির সঙ্গে রসুন ভাঁজা আর বিভিন্ন মসলার এমন কম্বিনেশন আর কখনই উপভোগ করি নি।
বালাচাও টেস্ট করার অভিজ্ঞতা তাই সত্যি অসাধারণ। ধন্যবাদটি সেই অর্থে বালাচাওমেকার এর প্রাপ্য।
অভ্যাস এখন এমন হয়েছে যে সবকিছুর সাথে বালাচাও মিশিয়ে খাই। নুডুলস্, সবজি, ভাত, ডাল, ভর্তা ইত্যাদির সাথে।
আপনাদের সুবিধার জন্য বালাচাওমেকার এর যোগাযোগের নাম্বার দিচ্ছি। ০১৬৭৩৩৭৫৫৯৪। চাইলে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন।
ফেসবুক লিঙ্কে গিয়ে অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন।
[…] বালাচাওমেকার দেশের একমাত্র আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজড বালাচাও প্রস্তুতকারক। […]